ধান কাটা শ্রমিক সেজে বাস নিয়ে ঢাকা যাচ্ছিল পোশাক শ্রমিক দায়িত্ব রত আনসার সদস‍্যের মাধ‍্যমে হিলিতে গ্রেফতার

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, মে ১২, ২০২০

আসলাম উদ্দিন (দিনাজপুর) হাকিমপুর প্রতিনিধি ঃ করোনা ভাইরাস সংক্রমনের কারনে দিনাজপুর জেলায়  লকডাউন চলছে। কোন গন পরিবহন চলছেনা। শুধু মাত্র ইরি ধান কাটার শ্রমিক সরকারী ব‍্যবস্থাপনা দেশের বিভিন্ন  এলাকায় পাঠানো হচ্ছে। এই সুযোগ টাকে কাজে লাগিয়ে আমবাড়ী হতে একটি বাস পোশাক শ্রমিক নিয়ে হিলি হয়ে ঢাকা যাচ্ছিল। বাসটি হিলিতে প্রবেশ করলে দায়িত্ব রত আনসার সদস‍্যদের সন্দেহ হলে বাসটি আটক করে উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করেন।পরে উপজেলা নির্বাহী অফিসার জনাব  রাফিউল আলম খন্দকার ঘটনাস্থলে পৌছে ঘটনার সত‍্যতা পেয়ে বাসটিকে থানা হেফাজতে রাখতে বলেন আর পোশাক শ্রমিকদের ভাড়া ফিরিয়ে দিয়ে তাদের বাড়িতে যাওয়ার নির্দেশ দেন। হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন উপজেলা নির্বাহী অফিসারের ফোন পেয়ে ঘটনস্থলে পৌছি।তারপর বাসটির ড্রাইভারের কোন বৈধ কাগজ না পেয়ে বাসটিকে থানা হেফাজতে রাখতে বলি আর পোশাক শ্রমিকদের সাথে কথা বলে জানতে পারি তাদের চাকুরী রক্ষার জন‍্য বাধ‍্য হয়ে বাসটি বেশী ভাড়ায় রিজার্ভ করে ঢাকা যাচ্ছিল। ঘটনা শুনে নির্বাহী অফিসার  বাসের যাত্রীদের ভাড়ার টাকা ফিরিয়ে দিয়ে শ্রমিকদের বাড়িতে ফেরত যাওয়ার ব‍্যবস্থা করতে নির্দেশ প্রদান করেন।




error: Content is protected !!