রাকিব উদ্দিন লস্কর |
আজ ২৫ এপ্রিল মাধবপুর উপজেলা বিভিন্ন বাজারে ধীরে ধীরে ক্রেতা বাড়ছে মার্কেট ও বিপণিবিতানে
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মাধবপুরে মার্কেট, বিপণিবিতান ও শপিংমলে ভিড় বাড়তে শুরু করেছে। দোকানে দোকানে চলছে দরদাম, ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক। ব্যবসায়ীরা বলছেন, রমজানের শুরুতে তেমন ক্রেতার দেখা না মিললেও এখন ধীরে ধীরে ক্রেতা বাড়ছে। তবে তারা যে পরিমাণ বিক্রির আশা করেছিলেন তেমন এখনো হচ্ছে না।
মাধবপুর বাজার কেনাকাটার একটি বড় এলাকা। এ এলাকায় রয়েছে বেশকিছু মার্কেট আর বিপণিবিতান। সেখানে ছোট-বড় মিলিয়ে শত শত দোকান। এসব দোকানে থান কাপড়, থ্রি-পিস, শাড়ি, সালোয়ার-কামিজ, শার্ট, টি-শার্ট, জিনস, পাঞ্জাবি, শিশুদের পোশাক, জুতা, প্রসাধনী সবই পাওয়া যায়। এসব দোকানের মধ্যে কোনোটায় কাপড় বিক্রি হয় পাইকারিতে, কোনোটাতে আবার খুচরা মূল্যে। আবার একই দোকানে পাইকারি-খুচরা দুইভাবেই কাপড় পাওয়া যায়।
এছাড়া কেনাকাটার জন্য উপজেলা শহরসহ নোয়াপাড়া বাজার, মনতলা বাজার, ছাতিয়াইন বাজার , চৌমহনীবাজার মাধবপুর উপজেলা শহরে বাসিন্দারা নন, পাশের জেলা বি বাড়িয়ার আখাউরা উপজেলা, বিজয়নগর উপজেলা, নাসিনগর উপজেলা লোকজন কেনাকাটার জন্য এখানে আসেন।
মাধবপুরের কয়েকটি ফ্যাশন হাউজ ঘুরে জানা গেছে, ঈদবাজারে শিশু থেকে তরুণ-তরুণীদের পোশাকের চাহিদাই বেশি। চলতি ফ্যাশনের দিকেই ঝুঁকছেন তারা। তরুণীদের চাহিদার প্রথম সারিতে আছে ভারতীয় পোশাক। এসব পোশাকের মধ্যে শারারা, ঘারারা, লেহেঙ্গা, টপস সেট, রেডিমেড থ্রি-পিস অন্যতম
মাধবপুরের ও নোয়াপাড়ার কয়েকজন বিক্রয়কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের কেনাকাটায় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন দোকানে বাড়তি সাজসজ্জা করা হয়েছে। ঈদ মোবারক ব্যানার টানিয়ে স্বাগত জানানো হচ্ছে। অনেক দোকানের বাইরে আলোকসজ্জা করা হয়েছে। কোনো কোনো দোকানে কেনাকাটায় দেওয়া হচ্ছে মূল্য ছাড়ের সুবিধা। মূলত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে বিক্রি বাড়াতেই এসব করা হয়েছে। তবে ক্রেতাদের সেভাবে চাপ নেই। দোকান মালিকদের প্রত্যাশা মতো বিক্রি হচ্ছে না।
বিক্রয়কর্মীরা আরও বলেন, সব বয়সী ক্রেতার কথা ভেবে দোকানে দেশি-বিদেশি বাহারি পোশাক তোলা হয়েছে। তবে শিশুদের পোশাক বিক্রি হচ্ছে বেশি। ঈদের বাজারে এবার মেয়েদের কাছে ব্যাপক আকর্ষণীয় ভারতীয় পোষাক।
ঈদে বিক্রি নিয়ে কথা হয় শো-রুমের ব্যবস্থাপক মো. অপু সঙ্গে। তিনি বলেন, আমাদের শো-রুমে বিভিন্ন পণ্যের মধ্যে ছেলেদের পাজামা-পাঞ্জাবি, স্যান্ডেল, শার্ট-প্যান্ট, মেয়েদের বিভিন্ন ধরনের থ্রি-পিস, শাড়ি, জুতা, ব্যাগ, প্রসাধনী ও শিশুদের রকমারি পোশাক পাওয়া যাচ্ছে ।
মাধবপুরে তৈরি পোশাকের দোকান ‘ফ্যাশন কালেকশন মো. আমিন বলেন, মাধবপুরের দোকানগুলোতে ঈদের কেনাকাটা শুরু হয় রোজা শুরুর আগে থেকেই। করোনার কারণে গত দুবছর ব্যতিক্রম ছিল। করোনা এখন নিয়ন্ত্রণে কিন্তু আগের বছরগুলোর মতো ক্রেতা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এবছর ঈদ বাজারে প্রভাব পড়েছে। আর্থিক সংকটের জন্য অনেকেই ঈদের কাপড়চোপড় কেনার আগ্রহ হারিয়ে ফেলছেন। ১৫ রোজা পর্যন্ত বেচাকেনা তেমন ছিল না। এ কারণে ব্যবসায়ীরা অনেক পিছিয়ে গেছেন।
মো. আমিন বলেন, করোনার কারণে গত দুই বছর লোকসান গুনতে হয়েছে। লাখ লাখ টাকা দেনা হয়েছে। আমাদের তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। দেনা পরিশোধ করতে একটি দোকান বিক্রি করতে হয়েছে। এরপরও দেনা আছে। বেচাবিক্রির এ অবস্থায় ভালো কিছু আশা করা যায় না।
প্রায় একই কথা বলেন, অপু গার্মেন্টসের স্বত্বাধিকারী অপু। ক্রেতার চাপ না থাকায় তিনিও হতাশ। অপু আমাদের প্রতিনিধিকে বলেন, অন্য বছরের তুলনায় এবার বিক্রি ভালো নয়। ১৮ রোজা পর্যন্ত তেমন কোনো বিক্রিই হয়নি। ১৯ রোজা থেকে ক্রেতা আসতে শুরু করেছেন, বিক্রিও হচ্ছে। তবে আশানুরূপ নয়। ক্রেতারা চারটির জায়গায় কিনছেন একটি। বাজেটের সঙ্গে মেলাতে তারা হিমশিম খাচ্ছেন।
বাড়তি দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ সম্পর্কে অপু বলেন, বিশ্ববাজারে সবকিছুরই দাম বেড়েছে। সুতার দাম বাড়তি। এজন্য পাইকারি পর্যায়ে তৈরি পোশাকের দামও বাড়তি। শুধু পোশাক নয়, সবকিছুর দাম বেড়ে যাওয়ায় মানুষ একটু নিরাশ।
তিনি আরও বলেন, বেচাবিক্রি কম হওয়ায় করোনার লোকসান পুষিয়ে নিতে ৫-৭ বছর লেগে যাবে। তবে আশার কথা হচ্ছে, মানুষ কেনাকাটার জন্য মার্কেটে আসছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া।