নওগাঁর আত্রাইয়ে সমবায় সমিতির সদস্যাদের পাঁচ দিন ব্যাপী আইজিএ ব্লক বাটিক প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ে মহিলাদের আয় বধক প্রশিক্ষণ প্রকল্পে (আইজিএ) সমবায় সমিতির সদস্যাদের পাঁচ দিন ব্যাপী স্থানীয় চাহিদা ভিত্তিক আইজিএ ব্লক বার্টিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (9 জানুয়ারী) সকাল 10টায় উপজেলা জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ও জেলা সমবায় কার্যালয়ের পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোঃ নিজাম উদ্দিন। উক্ত প্রশিক্ষণ কর্মশায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ন-নিবন্ধক মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা সমবায় অফিসার মোঃইমরান হোসেন, পরিদর্শক নওগাঁ জেলা সমবায় অফিস মোঃ শামিম রেজা, আত্রাই উপজেলা সমবায় অফিস পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন, অফিস সহকারী মোঃ জাকির হোসেন প্রমূখ। উক্ত প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে পঁচিশ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করেন ভবানীপুর মহিলা সমবায় সমিতি লিঃ সদস্য মোছা কামরুন।




error: Content is protected !!