নওগাঁর তিন উপজেলার ২৬ ইউনিয়নে নির্বাচন

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ-

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনে নওগাঁর তিন
উপজেলার ২৬টি ইউনিয়ন নির্বাচন শুরু হয়েছে। শীতের ঠান্ডাকে উপেক্ষা করে রোববার সকাল ৮টা
থেকে ভোটগ্রহন শুরু হয়। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার আত্রাই, ধামইরহাট ও মহাদেবপুর উপজেলার মোট
ইউনিয়ন ২৬টি। এ তিন উপজেলার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৬ হাজার ১০৬জন। যেখানে ২৪২
টি কেন্দ্রে ১৫৪০ টি কক্ষে ভোট গ্রহন হচ্ছে। চেয়ারম্যান পদে ১২৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে
৩০৬ জন এবং জন এবং সাধারণ সদস্য পদে ৩৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নওগাঁ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, তিন উপজেলার ২৪২টি ভোট কেন্দ্রের ১ হাজার
৫৪০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।  নির্বাচনে আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন, ধামইরহাট
উপজেলার ধামইরহাট ও উমার এবং মহাদেবপুর উপজেলার মহাদেবপুর এই চারটি ইউনিয়নে ইভিএম
পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। বাকি ২২টি ইউনিয়নে যথারীতি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত
হবে। ইউপি নির্বাচন সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
করা হয়েছে। নির্বাচন মাঠে ১৫শ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। প্রতি কেন্দ্রে ৪ জন পুলিশ
সদস্যের সঙ্গে ২২-২৪ জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি
করে মোবাইল টিম এবং প্রতি ৩টি ইউনিয়নের জন্য একটি করে স্ট্রাইকিং ফোর্স টহলরত থাকবে।
নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া সাদা পোশাকে
পুলিশ এবং বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলরত থাকবে




error: Content is protected !!