নওগাঁ জেলায় ১৪ লক্ষ ৫ হাজার ৪৫২ জনকে প্রথম ডোজ ও ৯ লাখ ৬৪ হজার ৬৯৭ জনকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে
কামাল উদ্দিন টগর,নওগঁা প্রতিনিধি : নওগঁা জেলায় মোট ২৩ লক্ষ ৭০ হাজার ১শ ৪৯টি করোনা প্রতিষেধক ভ্যাকসিন প্রদান করা হয়েছে। সিভিলসার্জন অফিসের ডেপুটি সিভিলসার্জন ডাক্তার মঞ্জুর এ মোর্শেদ জানিয়েছেন ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত জেলায় প্রথম ডোজ প্রদান করা হয়েছে ১৪ লক্ষ ৫ হাজার ৪শ ৫২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৯ লক্ষ ৬৪ হজার ৬শ ৯৭ জনকে।
সূত্রমতে ৭ লক্ষ ৬৬ হাজার ২শ ৬৮ জন মহিলা এবং ৬ লক্ষ ৩৯ হাজার ১শ ৮৪ জন পুরুষকে প্রথম ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। অপরদিকে ৫ লক্ষ ১১ হাজার ৪শ ১৭ জন মহিলা এবং ৪ লক্ষ ৫৩ হাজার ২শ ৮০ জন পুরুষ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
ডেপুটি সিভিলসার্জন জানিয়েছেন জেলায় সিনোফার্ম ভেরোসেল, অ্যাষ্ট্রাজেনেকা, সিনোভ্যাক এবং ফাইজার কোম্পানীর ভ্যাকসিন প্রদান করা হয়েছে। কোম্পানীভিত্তিক প্রথম ডোজ ভ্যাকসিন প্রদানের আওতায় ৫ লক্ষ ৮৮ হাজার ৮শ ৭০ জন মহিলা ও ৪ লক্ষ ৭৮ হাজার ১০ জন পুরুষকে সিনোফার্ম ভেরেসাল ভ্যাকসিন, ১ লাখ ৪৪ হাজার ৩শ ১৬ জন মহিলা ও ১ লাখ ২৬ হাজার ৬৫ জন পুরুষকে অ্যাষ্ট্রাজেনেকা ভ্যাকসিন, ১৫ হাজার ৬শ ৯৭ জন মহিলা ও ১৫ হাজার ১শ ৫৬ জন পুরুষকে সিনোভ্যাক ভ্যাকসিন এবং ১৭ হাজার ৩শ ৮৫ জন মহিলা ও ১৯ হাজার ৯শ ৫৩ জন পুরুষকে ফাইজার কোম্পানীর ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
অপরদিকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রদান কর্মসূচীর আওতায় ৪ লক্ষ ৬৯ হাজার ৫৩৭ জন মহিলা ও ৩ লক্ষ ৯৩ হাজার ২শ ৬৫ জন পুরুষকে সিনোফার্ম ভেরেসাল, ৪১ হাজার ৩শ ৭৯ জন মহিলা ও ৫৯ হাজার ৩শ ৪০ জন পুরুষকে অ্যাষ্ট্রাজেনেকা এবং ৫০১ জন মহিলা ও ৬৭৫ জন পুরুষকে ফাইজার কোম্পানীর ভ্যাকসিন প্রদান কর হয়েছে।
সিনোফার্ম কোম্পানীর এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ ভ্যাকসিন কাউকে প্রদান করা হয় নি বলে সিবিলসার্জন অফিসসূত্রে জানা গেছে।#