নগরকান্দায় অটো গাড়ীর ব্যাটারী চার্চ দিতে গিয়ে বিদ্যুৎতের তারে জড়িয়ে একজনের মৃত্যু

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

ফরিদপুর থেকে মিজানুর রহমানঃ

ফরিদপুর জেলায় নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের মাজিকান্দা গ্রামে বুদবার সকাল ৮ টার সময় হাফেজ সরদার (৩০) নামে এক অটো গাড়ী ওয়ালা বিদ্যুৎতের তারে জড়িয়ে মারা যায়। নিহতের পরিবার ও এলাকাবাসীর তথ্য মতে জানা যায়, হাফেজ তার নিজের অটো গাড়ীর রাখার ঘরে অটো গাড়ীর ব্যাটারী চার্চ দেয়ার জন্য সকালে যায় এবং বিদ্যুৎতের তারে জড়িয়ে মারা যায়।
স্হানীয় লোকজন বলেন তাদের ঘর থেকে তারের মাধ্যমে লুকাল লাইন টেনে অটো গাড়ী রাখার ঘরে টু পয়েন্ট সকেট দিয়ে অটো গাড়ীর ব্যাটারী চার্চ দিয়ে আসছে। সকালে হাফিজ কে ভাত খাওয়ার জন্য তার বউ ফোন দিলে তখন ফোন রিসিভ না করায় ফোন বাজতে থাকে।সে সময় ঐ ঘরের ভিতর অন্যপাশের পেঁয়াজ বাছাই করার জন্য
তার ভাই আবদুল্লাহ ও আবদুল্লাহর স্ত্রী মোবাইল ফোন বাজার শব্দ শুনে এগিয়ে যায় এবং হাফেজ অটো গাড়ীর ভিতর উপুড় হয়ে পড়ে আছে। তখন তারা চিৎকার দেয় স্হানীয়রা এগিয়ে আসে তারা দেখতে পারে যে হাফেজ বিদ্যুৎতের তারে জড়িয়ে আছে এবং মরা অবস্থায় পড়ে আছে। বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসে নিহতের পরিবাররা জানান। নিহত হাফেজের স্ত্রী অন্তঃসত্ত্বা ও ৪ বছরের একটি ছেলে রয়েছে। নিহত হাফেজ সরদার কে পারিবারিক ভাবে দাফন সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।




error: Content is protected !!