নতুন সাজে সজ্জিত হলো কলাপাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ॥

প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১
Exif_JPEG_420

রাসেল কবির মুরাদ , পটুয়াখালীপ্রতিনিধি ঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর নতুন সাজে সজ্জিত করে তোলা হয়েছে। শনিবার শেষবিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালেয়র চারুকলা বিভাগের এক শিক্ষার্থী স্থানীয় সেচ্ছাসেবীদের নিয়ে দিন ব্যাপী রংতুলি দিয়ে বিভিন্ন কারু কাজের আলপনা আঁকেন। এই
প্রথমবারের মত এমন দৃশ্য অবলোকন করেতে অনেকেই ভীড় জমিয়েছেন শহিদ মিনার চত্ত্বরে এ কর্মকান্ডকে সাধুবাদ জানান তারা।ঢাকা বিশ্ববিদ্যালেয়র চারুকলা বিভাগের শিক্ষার্থী বনানী সিমলাই বলেন, করোনাকালীন সময় আমার বিশ্ববিদ্যালয় বন্ধ। তাই অনেক দিন ধরে বাড়িতে ।মাতৃভাষা দিবসে কোন সময়েই কলাপাড়া পৌর শহরের শহীদ মিনারে আল্পনা করা হয়নি। আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবছর স্থানীয় কয়েকজনের সহযোগিতা নিয়ে এ কাজটি সম্পন্ন করেছি। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাও আমাদের অনেক সহযোগিতা করেছেন। সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোস্তফা জামান সুজন বলেন, যে নান্দনিক কাজগুলো বিগত দিনে করা যেত তা এই প্রজন্মের উদ্দ্যোগীরাই করে নতুনমাত্রা যোগ
করলো। এর মধ্যদিয়ে আমাদের চেতনা আরও শানিত হবে বলে এই সাংস্কৃতিক কর্মী জানান।কলাপাড়ার নব নির্বাচিত মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন, পৌর শহরেরর কেন্দ্রীয় শহিদ মিনারটি ভবিষ্যতে আরো শোভাবর্ধন মূলক কাজ করার উদ্যোগ গ্রহন করার ব্যাপক পরিকল্পনা হাতে রয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন,
ভালো কাজে এদের আগ্রহ দেখে আমিও তাদের যথাসাধ্য সহযোগিতা করেছি।




error: Content is protected !!