নন্দীগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০

নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করা হয়। ১৩ই অক্টোবর সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন কুমার দেবনাথ প্রমুখ।




error: Content is protected !!