নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২০২২ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উচ্চফলনশীল নাবী পাটবীজ উৎপাদনের লক্ষ্যে রবিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় নন্দীগ্রাম কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপকারভোগী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা রাহেলা পারভীন, অতিরিক্ত উপপরিচালক (পিপি) মশিদুল হক, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) একেএম মফিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, কৃষি সস্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম।