নন্দীগ্রামে গ্রামীন ফোনের ডিষ্ট্রিবিউশন হাউজে পৌনে ৭ লাখ টাকার রিচার্জ কার্ড চুরি

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ ঃ বগুড়ার নন্দীগ্রামে গ্রামীন ফোনের ডিষ্ট্রিবিউশন হাউজে ৬ লাখ ৭৪ হাজার ৪১৯ টাকার রিচার্জ কার্ড চুরি হয়েছে। এছাড়া নগদ ১ লাখ ১১ হাজার ৭৯৭ টাকা চুরি হয়ে যায়। গত মঙ্গলবার ভোরে নন্দীগ্রাম পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ চুরির ঘটনা ঘটে। উপজেলার গ্রামীণ ফোনের ডিষ্ট্রিবিউশন হাউজ কারীব টেলিকমের মালিক মাসুদুর রহমান জানান, মঙ্গলবার ভোরে ডিষ্ট্রিবিউশন হাউজের দেয়ালের গ্যাস ফ্যান ভেঙে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে ডিষ্ট্রিবিউশন হাউজে থাকা আলমারির তালা ভেঙে ৬ লাখ ৭৪ হাজার ৪১৯ টাকার রিচার্জ কার্ডসহ নগদ ১ লাখ ১১ হাজার ৭৯৭ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে হাউজের সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজে একজনকে দেখা গেছে। তাকে শনাক্ত করতে ভিডিও ফুটেজ পুলিশকে দেয়া হয়েছে। এ বিষয়ে বুধবার থানার অফিসার ইনচার্জ শওকত কবির বলেন, চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।




error: Content is protected !!