নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে চামড়া ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আযহা উপলক্ষ্যে ৩০ জুলাই দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ। এ সময় উপজেলার চামড়া ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।