নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃযি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় জমির যৌথ সার ব্যবহারকারীদের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের তেঘরী মাঠে উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্রাচার্য্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহারুল ইসলাম, নাজমুল হক, শাহাদত হোসেন, আব্দুস সালাম, সোহেল রানা ও কৃষক আল-আমিন প্রমুখ। সভাটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম।