নন্দীগ্রামে জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৪
Exif_JPEG_420
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শনিবার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বাবু হকের  সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম ছবি, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও  সমাজসেবক গোলাম রব্বানী প্রমুখ।
উল্লেখ্য, জাতীয় ভোটার দিবসে ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।



error: Content is protected !!