নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে
এক হই’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয়
স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য
প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি
বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর
নন্দীগ্রাম বিয়াম ল্যাবরেটরি স্কুল চত্বরে ছাত্র-ছাত্রীদের সঠিকভাবে হাত
ধোয়ার প্রশিক্ষণ প্রদান করা হয়। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা
পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী
অফিসার শিফা নুসরাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র
মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা
প্রকৌশলী শাহনেওয়াজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের
উপসহকারী প্রকৌশলী নাজমুল হুসাইন প্রমুখ।