নন্দীগ্রামে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত ২

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা
ট্রাকের পিছনে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে
আরও ১২ জন। বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১ টারদিকে বগুড়া নাটোর
মহাসড়কের নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ
দুর্ঘটনায় বাসের হেলপার বাবু মিয়া (২৪) ঘটনাস্থলেই নিহত হয়।
এছাড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় উপসহকারী কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান
তালুকদার (৩৮) নিহত হয়েছে। সে বাসযোগে কর্মস্থল নন্দীগ্রাম
উপজেলা কৃষি অফিসে আসার পথে বাস দুর্ঘটনায় কবলিত হয়। পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়াম পরিবহন নামে একটি যাত্রীবাহী
বাস বগুড়া থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলো। নন্দীগ্রাম ফিলিং স্টেশন
এলাকায় ২টি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে
মোটরসাইকেল ২টিতে বাসের ধাক্কা লাগে। এরপরেই বাসটি নিয়ন্ত্রণ
হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে
বাসটি দুমড়েমুচড়ে যায়। আহতদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ
জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতদের
মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে
প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এ
তথ্য নিশ্চিত করেন।




error: Content is protected !!