নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩
Exif_JPEG_420
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। শুক্রবার পহেলা বৈশাখ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপনের সূচনা করা হয়।
পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এরপর সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্পনা রাণী রায়, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম,
থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম ছবি ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।



error: Content is protected !!