
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে পিতার লাশ দাফনে বাধা দেয় সম্পত্তি বঞ্চিত সন্তানরা। এ ঘটনাটি ঘটে নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের জোকা গ্রামে। ওই গ্রামের মৃত সাদেক আলীর ছেলে আব্দুল জোব্বার (৮৬) এর ৫ ছেলে ও ৩ মেয়ে। আব্দুল জোব্বার বেঁচে থাকাকালিন তার ছেলে ইব্রাহিম আলী, আব্বাস আলী, মোবারক আলী ও মোফাজ্জল হোসেনকে ১ বিঘা করে মোট ৪ বিঘা সম্পত্তি দলিল করে দিলেও ছেলে আমজাদ হোসেন, মেয়ে শেফালী বেগম, পারুল বেগম ও লিলি খাতুনকে সম্পত্তি দলিল করে দেয়নি। এতে তারা সম্পত্তি বঞ্চিত থেকেই যায়। তাদের পিতা আব্দুল জোব্বারের ১২ বিঘার অধিক সম্পত্তি ছিলো। এমতাবস্থায় ২১শে অক্টোবর রাত আনুমানিক ৯ টায় বার্ধক্যজনিত কারণে আব্দুল জোব্বার মৃত্যুবরণ করে। এরপর তার ৪ ছেলে কাফন-দাফনের প্রস্তুতি নিলে ১ ছেলে ও ৩ মেয়ে বাধা প্রদান করে। এ নিয়ে ২২শে অক্টোবর তাদের মধ্যে হাতাহাতি থেকে মারপিটের ঘটনাও ঘটে। এরপর বিষয়টি নন্দীগ্রাম থানা পুলিশকে অবহিত করা হলে বিকেল ৩ টায় কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে সেখানে পরিবেশ শান্ত করে। এরপর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও এসআই আমজাদ হোসেন উভয়পক্ষের সাথে আলোচনা করে সমঝোতা করে দেয়। পরে বিকেল ৫ টায় আব্দুল জোব্বারের লাশ দাফন সম্পন্ন করা হয়। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, সমঝোতার মাধ্যমে তার লাশ দাফনের ব্যবস্থা করা হয়। আব্দুল জোব্বারের ছেলে-মেয়েরা সবাই সম্পত্তি পাবে।