
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের
অভিযানে ১০ জন গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার রাতে থানার এসআই চাঁন
মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কল্যাণনগর
গ্রামে অভিযান চালিয়ে জুয়াখেলার অপরাধে ওই গ্রামের সুদেব চন্দ্রের
ছেলে মিঠুন চন্দ্র (৩৫), নব চন্দ্রের ছেলে লিটন কুমার (২১), নিখিল
চন্দ্রের ছেলে বাসুদেব চন্দ্র (২৫), সুনীল চন্দ্রের ছেলে সহদেব চন্দ্র (২২),
উপেন চন্দ্রের ছেলে উজ্জল চন্দ্র (২৬), অখিল চন্দ্রের ছেলে অন্তর চন্দ্র (২২) ও
শ্রীচরণ চন্দ্রের ছেলে মানিক চন্দ্র (২৩) কে গ্রেপ্তার করে। তাদের
বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। এছাড়াও থানার এসআই
রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে
০৭ গ্রাম হেরোইনসহ ভাটগ্রামের নাজিমুদ্দিনের ছেলে নুরুল ইসলাম
(৫০) ও আব্দুল জলিলের ছেলে আবু রায়হান (৩৯) কে গ্রেপ্তার করে। এদের
বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অপরদিকে
থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্টমূলে
নন্দীগ্রাম ইউনিয়নের কৈডালা গ্রামের রমেশ উদ্দিনের ছেলে বাচ্চু
মিয়া (৫৫) কে গ্রেপ্তার করে। থানার অফিসার ইনচার্জ আনোয়ার
হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ১০ জন ও রিমান্ডের ২ আসামিকে বুধবার
দুপুরে আদালতে প্রেরণ করা হয়।