নন্দীগ্রামে প্রতিবন্ধী গৃহবধুর চুল ছেঁড়ার ঘটনায় গ্রাম্য সালিশে রফাদফা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে প্রতিবন্ধী গৃহবধুর চুল ছেঁড়ার ঘটনায় গ্রাম্যসালিশে রফাদফা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের হরিহারা গ্রামে। জানা গেছে, সোমবার দুপুরে হরিহারা গ্রামের দিনমজুর বাচ্চু মিয়ার স্ত্রী জামিলা খাতুন (৩৫) এর আংশিক চুল ছিঁড়ে নেয় প্রতিপক্ষরা। এ ঘটনার পর মঙ্গলবার থানায় যাওয়ার পথে ওই গৃহবধুর ওপর হামলা করার অভিযোগ উঠে। দিনমজুর বাচ্চু মিয়ার সাথে তার সৎভাই আছান আলীর দীর্ঘদিনের বিরোধ চলছিল। প্রতিপক্ষের বাড়ির সামনে রাস্তা দিয়ে বাচ্চু মিয়ার পরিবারের সবাই চলাচল করে থাকে। সোমবার দুপুরে বাচ্চু মিয়ার প্রতিবন্ধী স্ত্রী শিশুকন্যাকে নিয়ে বাড়ির বাহিরে রাস্তায় যাওয়া মাত্রই প্রতিপক্ষ আছান আলী ও তার ছেলে আবুল কালামসহ কয়েকজন পথরোধ করে এবং রাস্তা দিয়ে চলাচল করতে নিষেধ করে। ওই গৃহবধুর স্বামী জানিয়েছে, আমার প্রতিবন্ধী স্ত্রীর মাথার চুল আংশিক ছিঁড়ে নিয়েছে প্রতিপক্ষরা। ঘর থেকে বের হলেই তারা গালিগালাজ করাসহ মারপিট করতে আসে। এ ঘটনায় থানায় অভিযোগ করতে যাবার পথে দেওতা রাস্তায় প্রতিপক্ষরা আমাদের ওপর হামলা চালিয়ে জলাশয়ের পানিতে নেমে দেয়। এরপর ভয়ে বাড়িতে ফিরে আসি। অভিযোগ উঠেছে, টাকার বিনিময়ে প্রতিবন্ধী গৃহবধুকে মারপিট ও মাথার আংশিক চুল ছিঁড়ে নেয়ার ঘটনায় গ্রাম্যসালিশে রফাদফা করেছে গ্রাম্যমাতব্বররা। কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজিজুর রহমান বলেছে, এখনো কেউ এ ঘটনায় অভিযোগ করেনি। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছিলাম। রাস্তা নিয়ে ২ পক্ষের ঝগড়া-বিবাদের সময় ওই গৃহবধুর চুলে টান লেগে ছিঁড়ে গেছে শুনেছি। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ শওকত কবির বলেছে, ২ গৃহবধুর ঝগড়া-বিবাদের সময় চুল ধরে টানাটানিতে মাথার চুল ছিঁড়ে গেছে শুনেছি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।