নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে প্রতিবন্ধী বাবলু মিয়ার আর ভিক্ষা করতে হবে না। তাকে দোকান করে দেয়া হয়েছে। সেই সাথে দোকানের মালামালও দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান এর আওতায় তালিকাভুক্ত বিভিন্ন ভিক্ষুকদের মাঝে মুরগি, ছাগল, সেলাইমেশিন, অটোরিকশা-ভ্যান ও দোকান ঘরসহ ইত্যাদি বিতরণ করা হয়। এর আওতায় নন্দীগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডের কালিকাপুর গ্রামের প্রতিবন্ধী বাবলু মিয়াকে দোকান করে দেয়া হয়েছে। সেই সাথে দোকানের মালামালও দেয়া হয়। ১২ই নভেম্বর বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের নিকট থেকে প্রতিবন্ধী বাবলু মিয়া দোকানের মালামাল গ্রহণ করে। সে দোকানের মালামাল গ্রহণ করে বলেছে, এখন থেকে দোকানদারী করে সংসার চালাবো। ভিক্ষা করা একেবারেই ভালো নয়। এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী বারেক, আব্দুল মতিন ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।