নন্দীগ্রামে বাজারে উঠেছে রসালো ফল তরমুজ, বাজারমূল্য চড়াতে ক্রেতারা অসন্তোষ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন হাট-
বাজারে উঠতে শুরু করেছে রসালো ফল তরমুজ। মৌসুমের শুরুতেই এই ফল
ক্রেতাদের আকর্ষণ করলেও বাজারমূল্য চড়া হবার কারণে ক্রয় করতে গিয়ে হোঁচট
খাচ্ছেন অনেকেই। সাধ্যের মধ্যে না থাকায় অনেকেই তরমুজ কিনতে গিয়ে
ফিরে আসছে। তরমুজ বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, এখন হাট-
বাজারে যেসব তরমুজ পাওয়া যাচ্ছে সেগুলো বরিশাল অঞ্চল থেকে আনা হয়েছে।
প্রতি কেজি তরমুজ বিক্রয় হচ্ছে ৫০ টাকা কেজি দরে। এখন বাজারে সবুজ
রঙের তরমুজের তুলনায় কালো রঙ্গের তরমুজ বেশি রয়েছে। কালো রঙের তরমুজের
ভেতরটা টকটকে লাল এবং খেতে খুব মিষ্টি। নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার
তরমুজ বিক্রেতা বিপুল প্রাং বলেন, সব জিনিসেরই দাম বেশি তাই তরমুজের
দামও বেশি। তবে গত বছরের তুলনায় এবার দাম কিছুটা কম রয়েছে। এখন
বাজারে তরমুজ নতুন আসছে তাই দাম একটু বেশি। তরমুজ আমদানি বেশি
হলেই দাম কমে যাবে। আমরা যে তরমুজ বিক্রয় করছি সেগুলো বরিশাল অঞ্চল থেকে
আনা হয়েছে। তরমুজ ৫০ টাকা কেজি দর হওয়ায় ক্রেতার সংখ্যা খুবই কম।
তরমুজ কিনতে আসা অসিম কুমার বলেন, একটা বড় আকারের তরমুজ কিনতে
গেলে ৪০০/৫০০ টাকা লাগে। একজন নি¤œ আয়ের মানুষের পক্ষে তরমুজ কেনা
এখন খুবই কঠিন। তরমুজ ২০-২৫ টাকা কেজি দরে বিক্রয় হলে ভালো হতো।