নন্দীগ্রামে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মাণ কাজ উদ্বোধন

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর
কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের
জন্য বাসগৃহ নির্মাণ কাজ উদ্বোধন করলেন জেলা প্রশাসক জিয়াউল
হক। সোমবার বিকেলে নন্দীগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের নামুইট
গ্রামে এ কাজ উদ্বোধন করেন তিনি। সেসময় উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, নন্দীগ্রাম পৌরসভার মেয়র
আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা
প্রকৌশলী শাহনেওয়াজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু
তাহের, নন্দীগ্রাম পৌরসভার সচিব আব্দুল বাতেন, ৪নং ওয়ার্ডের
কাউন্সিলর শাহীরুল ইসলাম, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম ও
৯নং ওয়ার্ডের কাউন্সিলর আবু সাঈদ মিলন প্রমুখ। এ প্রকল্পের আওতায়
নামুইট গ্রামে ৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার বাসগৃহ পাবে।
নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
আনিছুর রহমান বলেন, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সারাদেশে
ব্যাপক উন্নয়নমূলক কাজ করে আসছে। যা বিগত কোনো সরকার করতে
পারেনি। এ সরকারের আমলে কেউ গৃহহীন থাকবে না। সবার জন্য
বাসস্থান নিশ্চিত করছে সরকার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
আবু তাহের জানান, নির্দেশনা অনুযায়ী গুণগতমানের বাসগৃহ
নির্মাণ করা হচ্ছে। যাতে ভূমিহীন ও গৃহহীন পরিবার ভালোভাবে
বাসগৃহে বসবাস করতে পারে।




error: Content is protected !!