নন্দীগ্রামে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জুন ১০, ২০২৪
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ভূমিসেবা সপ্তাহ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষ্যে সোমবার (১০ জুন) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা ভূমি অফিস চত্বরে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন, সাব-রেজিস্ট্রার সামিমা পারভীন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শফিকুল ইসলাম ও নন্দীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গামা প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির বলেন, সরকার স্মার্ট ভূমি সেবা চালু করার কারণে জনগণ কোনো রকম হয়রানি ছাড়াই ঘরে বসে অনলাইনের মাধ্যমে ভূমি সেবা পাচ্ছে। তিনি জনগনের উদ্দেশ্যে আরো বলেন, কোনো টাউট বা দালালের কাছে না গিয়ে সরাসরি ভূমি অফিসে এসে সেবা গ্রহণ করুন। এই ভূমি সেবা সপ্তাহ আগামী ১৪ জুন পর্যন্ত চলবে।



error: Content is protected !!