নন্দীগ্রামে মাদক কারবারিসহ  ৬ জন গ্রেপ্তার 

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ

বগুড়ার নন্দীগ্রামে মাদক কারবারিসহ ৬ জন গ্রেপ্তার হয়েছে। নন্দীগ্রাম থানার এসআই চঁান মিয়া ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে গত ৩ ডিসেম্বর বিকেলে উপজেলার ধুন্দার গ্রামের পরিমল চন্দ্রের ছেলে প্রলয় চন্দ্র (২০) কে ৩৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। অপরদিকে পুলিশ ৩ ডিসেম্বর দিবাগত রাতে সিআর ওয়ারেন্টমূলে উপজেলার সরিষাবাদ গ্রামের আব্দুর রহিমের ছেলে রয়েল হোসেন (৩৫) কে গ্রেপ্তার করে। একই রাতে উপজেলার ইউসুফপুর এলাকা হতে উপজেলার দেওতা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে সোহাগ হোসেন (১৯), মনসুর রহমানের ছেলে সুলতান মাহমুদ (১৯), মোশারফ হোসেনের ছেলে সাকিব উদ্দিন (২০) ও শাহজাহান আলীর ছেলে পলাশ হোসেন (২২) কে সন্দেহমূলক গ্রেপ্তার করেছে। ৪ ডিসেম্বর দুপুরে পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। এ তথ্য নিশ্চিত করেছেন থানার এসআই সুবোধ চন্দ্র রায়।       

নন্দীগ্রামে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ

ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল ও বিসিএসআইআর এর চিফ সায়েন্টিফিক অফিসার জন লিটন মুন্সী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আখতার বানু, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। এরপর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 




error: Content is protected !!