নন্দীগ্রামে যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে সেপ্টেম্বর বিকেল ৪ টায় নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমানের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন, সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোফাজ্জল বারী, আব্দুল মান্নান ও ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম দুলাল প্রমুখ। সভা শেষে সাগর কুমার সরকারকে সভাপতি ও সাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করে ৮নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়। অপরদিকে উজ্জল হোসেনকে সভাপতি ও আমিনুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৯নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে।




error: Content is protected !!