নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়, দামগাড়া ফাজিল মাদ্রাসা, কালিশ পুনাইল হামিদীয়া ফাজিল মাদ্রাসা, মাঝগ্রাম এমএ ফাজিল মাদ্রাসা ও সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার নন্দীগ্রাম উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় সর্বমোট ১৫২৪ জন ছাত্রছাত্রীর মধ্যে অনুপস্থিত ছিলো ৩০ জন।
বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার, থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন ও স্ব স্ব কেন্দ্র সচিববৃন্দসহ সংশ্লিষ্টরা।
উপজেলার সবগুলো পরীক্ষা কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। তাই পরীক্ষার্থীরাও ভালোভাবে পরীক্ষা দিতে পারছে।