নন্দীগ্রামে স্বামীর নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২২

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে স্বামীর নির্যাতন সইতে না
পেরে রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতা
গ্রামে ঘটনাটি ঘটে। রাশেদা বেগম ওই গ্রামের বেলাল হোসেনের স্ত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যায় থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ
জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। স্থানীয় সূত্রে
জানা যায়, বৃহস্পতিবার সকালে বেলাল হোসেন তার স্ত্রীকে অকথ্য ভাষায়
গালাগালিসহ নির্যাতন করে এবং বারবার মরার কথা বলে। এরপর বেলা আনুমানিক ১১
টারদিকে সকলের অজান্তে রাশেদা বেগম বিষপান করে। পরে পরিবারের সদস্যরা জানতে
পেরে তাকে দ্রæত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।
থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, তার মরদেহ উদ্ধার করে ময়না
তদন্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা হয়েছে।




error: Content is protected !!