নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক নারী
নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা
প্রদান করা হয়েছে। নন্দীগ্রাম উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী
নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে
শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী
অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে জয়িতা সংবর্ধনা ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান
শ্রাবণী আকতার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তা সুলতানা আকতার বানু, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি
নাজমুল হুদা ও জয়িতা শাম্মী আকতার প্রমুখ। আলোচনা সভা শেষে ৫
ক্যাটাগরীর জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন অর্থনৈতিকভাবে
সাফল্য অর্জনকারী নারী সাফিয়া খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য
অর্জনকারী নারী শাম্মী আকতার, সফল জননী নারী নাছিমা আকতার,
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী
হাওয়া খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী শ্রাবণী
আকতার বানু।