নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিয়া চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জুন ১৬, ২০২২

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং
বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিয়াউর রহমান জিয়া চেয়ারম্যান
নির্বাচিত হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা
পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোট
চলাকালে সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে। এ
উপজেলায় প্রথম বারের মতো ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।
ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর
রহমান জিয়া (অটোরিক্সা প্রতীক) ১১২৭০ ভোট পেয়ে নির্বাচিত
হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক
(চশমা প্রতীক) ৬৯১৮ ভোট পেয়েছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ
প্রার্থীসহ মোট ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এ
উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে চতুর্থ ধাপে
নির্বাচন অনুষ্ঠিত হয়। ১নং বুড়ইল ইউনিয়ন বিভাজন প্রক্রিয়া চলমান
থাকায় তখন নির্বাচন হয়নি। শেষ ধাপে বুধবার (১৫ জুন) ১নং বুড়ইল
ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।




error: Content is protected !!