নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ৪ হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রস্তাব 

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ৪ হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রস্তাব আনা হয়েছে। এ প্রস্তাব আনেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। সোমবার (১৭ এপ্রিল ) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বের এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নন্দীগ্রাম স্টেশন অফিসার তানভীর হাসান, কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ আবুল হাসনাত ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। উক্ত সভায় এছাড়াও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।
উল্লেখ্য, সৎ ও দক্ষ উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সম্প্রতি কতিপয় হলুদ সাংবাদিক মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে ক্ষুব্ধ হয়ে উঠে উপজেলা পরিষদসহ বিভিন্ন মহল। এদিকে কতিপয় হলুদ সাংবাদিকদের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নন্দীগ্রাম উপজেলার মুক্তিযোদ্ধারা। ওইসব সাংবাদিকদের কর্মকাণ্ডে সিনিয়র সাংবাদিকরাও ক্ষুব্ধ হয়ে উঠেছে। তাঁদের আচরণ ও বেপরোয়া চাঁদাবাজির কারণে অতিষ্ট এলাকাবাসী।



error: Content is protected !!