নন্দীগ্রাম থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ 

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনকে প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে জনগণ। শনিবার (৮ এপ্রিল) বিকেল সোয়া ৫ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পাশের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। 
 
অবরোধকারীরা জানান, সম্প্রতি নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি ও বাসাবাড়িতে চুরি বেড়ে যায়। তাই তাঁকে আমরা প্রত্যাহার করার দাবি করছি। 
 
পরে থানা থেকে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়। এরপর গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
 
এ বিষয় জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, মহাসড়ক অবরোধ করার বিষয় আমার জানা নেই।



error: Content is protected !!