নবীগঞ্জের ঘোলডুবা মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে জনবল নিয়োগ নিয়ে অনিয়ম দূর্ণীতির অভিযোগ৷ জেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের৷ 

প্রকাশিত: ৩:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৩
স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের
নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা এম সি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহ বিভিন্ন পদে নিয়োগ নিয়ে   অনিয়ম ও দূর্ণীতির গুরুতর  অভিযোগ উঠেছে৷ এঘটনায় হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার বরাবরে ৬ জুলাই বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সুমন আহমদ নামের এক চাকুরী প্রার্থী ৷ তিনি একই উপজেলার দীঘলবাক ইউনিয়নের আহম্মদ পুর গ্রামের শাহ্ শানুর আলীর পুত্র৷
অভিযোগে উল্লেখ করা হয়  ও অভিযোগকারী জানান,, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা মান্নান চৌধুরী  উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক সহ ৬টি  শূণ্যপদে জনবল নিয়োগের জন্য বিগত ১৫ মে জাতীয় দৈনিক যুগান্তর ও হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়৷ এরই  প্রেক্ষিতে তিনি অত্র বিদ্যালয়ের একজন নিরাপত্তাকর্মী পদে নিয়োগের  জন্য আবেদন করেন৷
অত:পর ৫ জুন ২০২৩ ইংরেজী তারিখে অত্র স্কুলের বিভিন্ন পদে আবেদনকারীদের আবেদন যাচাই বাচাই  করা হয়, তবে অত্র আবেদনের মধ্যে বিধি বহির্ভূত ভাবে বাতিল যোগ্য আবেদন ও গ্রহন করেন নিয়োগ কমিটি৷ যাচাই বাচাই করার নির্ধারিত সময় সীমা অতিক্রম হওয়ার পরেও অনেকগুলি বাতিলকৃত আবেদন সংশোধনের সুযোগ দেয়া হয়৷ যাহা নিয়োগের বহির্ভূত৷ অতঃপর আগামীকাল ৮ জুলাই শনিবার সকাল ১১ ঘটিকায় পরিক্ষা হওয়ার পূর্বেই এলাকায় জনশ্রুতি উঠে যে বিভিন্ন পদে অনেকের চাকুরী হয়ে গেছে৷ যাহা অস্বচ্ছ,অনিয়ম ও দূর্ণীতির সামিল বলেও উল্লেখ করা হয় ৷ এমতাবস্থায় আগামীকাল ৮ জুলাই  ঘোলডুবা মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় নবীগঞ্জ এর লিখিত মৌখিক পরীক্ষা স্থগিত ও নতুনকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক পরীক্ষা নেওয়ার আবেদন করেন এই চাকুরী প্রার্থী৷ এ ঘটনায় এলাকার সচেতন নাগরিক সমাজ, শিক্ষানুরাগী অভিভাবক মহল সহ সর্বত্র তুলপাড় সৃস্টি হয়েছে৷ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়৷



error: Content is protected !!