নবীগঞ্জের বাড়ীগাঁওয়ে গভীররাতে গৃহবধূর উপর সন্ত্রাসী হামলা চালিয়ে নির্মম নির্যাতন৷ আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানীকে প্রেরণ৷
স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বাড়ীগাও গ্রামে গত সোমবার দিবাগত গভীর রাতে অসহায় দিনমজুর মুহিত মিয়ার স্ত্রী ৪ সন্তানের জননী করিমা বেগম (৩০) নামের গৃহবধূকে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে নির্মম নির্যাতন করে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা৷ হামলাকারীরা ওই গৃহবধূর একটি হাত ও ভেঙে দিয়েছে৷ গৃহবধূর আর্তচিৎকার শোনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন৷ এখনো রোগী শঙ্কামুক্ত নয় বলে তার চিকিৎসক জানিয়েছেন৷
জানাযায়, উপজেলার ওই গ্রামে গৃহবধূ
প্রাকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গেলে ঘটনার রাত অনুমান ১২.১৫ মিনিটের সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা একদল দূর্বৃত্ত তাকে প্রানে হত্যার উদ্দেশ্যে এলোপাতারী ভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে বেধড়ক প্রহার করে নির্মম নির্যাতন চালায়৷ এসময় তার সুর চিৎকারে আশ পাশের লোকজন ঘটনাস্থলে এসে সংজ্ঞাহীন আশংকাজনক অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। এসময় তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷
আহতের পরিবারের লোকজন অভিযোগ করে বলেন,পূর্ব শত্রুতার জেরধরে পাশ্ববর্তী বাদে রায়ঘর গ্রামের মৃত জাহির উল্লার পুত্র তাজু মিয়া ও তাহার ছেলে মোফাজ্জল সহ তাদের লোকজন কর্তৃক এমন জঘন্যতম বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালিয়েছে৷
ঘটনার খবর পেয়ে স্থানীয় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এস.আই আবু বক্কর সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ সন্ত্রাসী হামলার ঘটনায় দু’টি গ্রামের লোকজনের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে৷