নবীগঞ্জে এক ব্যবসায়ীকে কাফনের কাপড়  পাঠিয়ে হত্যার  হুমকি। এলাকায় আতঙ্ক বিরাজ করছে৷ 

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৩
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ;-
হবিগঞ্জের, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের, রোকনপুর গ্রামের (কদমতলীতে ) সাকিন ভেরাইটিজ স্টোরের মালিক শেখ আশিক উদ্দিনের ছেলে, শেখ সাহাব উদ্দিন (৩৪)  নামের ব্যবসায়ীকে অজ্ঞাতনামা দূর্বূত্তরা কাপনের কাপড় পাঠিয়ে প্রাণে হত্যার হুমকি দিয়েছে৷ এ ঘটনায় নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন হুমকির শিকার ব্যবসায়ী,খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ জানাযায়, উপজেলার ওই গ্রামের  মুদি দোকান ব্যবসায়ী সাহাব উদ্দীনের মাতা
গত ১ মে সকাল অনুমান সাড়ে ৬টায় ঘুম থেকে ওঠে এই কাফনের কাপড়ের  ব্যাগটি দেখতে পান, সাথে সাথে তিনি  আশেপাশের লোকজনকে  ডেকে এনে বিষয়টি দেখান ও অবহিত করেন হাজেরা খাতুন।
অজ্ঞাতনা দৃর্বূত্তদের পাঠানো ব্যাগ খুলিয়া দেখা যায় কাপনের কাপড় উপরে লেখা ছিল শাহাব উদ্দিনের জন্য।
তখন গ্রামের সবাইকে এই বিষয়ে অবহিত
করা হলে, ওয়ার্ড  মেম্বার সহ সবাই উপস্থিত হয়ে কাপনের কাপড়টি সবাই দেখে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। উপস্থিত গ্রামবাসীর  পরামর্শে  নবীগঞ্জ থানার পুলিশকে বিষয়টি  সম্পর্কে অবহিত  করিলে ও জিডি এন্ট্রি দায়ের করা হয়,পরে গোপলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের  এস আই শফিক আহমেদ সরেজমিন তদন্ত করেন৷ অধিকতর  তদন্তের জন্য কাপনের কাপড়টি থানায় নিয়ে যায় পুলিশ।
এই ঘটনায  গত ২ মে  নবীগঞ্জ থানায় একটি
জিডি নং ৮২/ দায়ের করেন ব্যবসায়ী সাহাব উদ্দীন৷
এ রিপোর্ট  লিখা পর্যন্ত ঘটনাকারী কে বা কাহারা এর  কোনো তথ্য উদঘাটন করতে পারেনি পুলিশ৷
এনিয়ে এলাকায় এক অজানা আতঙ্ক বিরাজ করছে৷ হুমকির শিকার
 সাহাব উদ্দিন এখন প্রাণনাশের  আতংকে নিরাপত্তাহীনতায় ভূগছেন।



error: Content is protected !!