নবীগঞ্জে দিনদুপুরে প্রবাসীর মায়ের ৩ লক্ষ টাকা ছিনতাইকালে আটক ৩ আন্ত:জেলা ছিনতাইকারী৷ 

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৪
এম.মুজিবুর রহমান: নবীগঞ্জ ( হবিগঞ্জ)  থেকেঃ হবিগঞ্জের নবীগঞ্জে দিনদুপুরে প্রবাসীর মা- জামাতার নিকট থেকে ফিল্মি স্টাইলে ৩ মোটরসাইকেল আরোহী টাকা ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে আটক৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,
রাসনা বেগম(৫৩),স্বামী-জিগগর মিয়া,  গ্রাম-পানিউমদা(পূর্ব পাড়া), ১৩নং পানিউমদা ইউপি,  থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ এর ছেলেরা প্রবাসে থাকেন। প্রবাস হইতে রাসনা বেগমের ছেলেরা প্রায় সময় রাসনা বেগম  ও তার মেয়ের জামাই শিপন হোসেনের একাউন্টে টাকা পাঠায়। এর ধারাবাহিকতায় পারিবারিক প্রয়োজনে রাসনা বেগম তার মেয়ের জামাই শিপন হোসেন ও ভাইপু সোহান আহমদ দ্বয়কে সঙ্গে নিয়া ইং ১৬ জানুয়ারি  সকাল বেলা নবীগঞ্জ শহরে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে আসেন। রাসনা বেগম তার নিজ নামীয় একাউন্ট, পূবালী ব্যাংক লিমিটেড, নবীগঞ্জ শাখা, হবিগঞ্জ হইতে ৬০,০০০/-(ষাঁট হাজার) টাকা উত্তোলন করেন এবং মেয়ের জামাই শিপন হোসেন তার নামীয় একাউন্ট হইতে ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উত্তোলন করে সর্বমোট ৩,১০,০০০/-(তিন লক্ষ দশ হাজার) টাকা সাথে থাকা কালো ব্যাগের মধ্যে রাখিয়া রাসনা বেগম সহ তার ভাইপু সোহান আহমদকে নবীগঞ্জ রুদ্রগ্রাম রোডে সিএনজি স্ট্যান্ড হইতে বেলা অনুমান ০১:৩০ ঘটিকার সময় লাইনের একটি সিএনজি গাড়ী যোগে বাবার বাড়ী ইমামবাঐ গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন রাসনা বেগম ও তার ভাইপু ইমামবাঐ-মাইজগাঁও কালাইবাড়ীর পয়েন্টে সিএনজি গাড়ী হইতে নামিয়া পায়ে হেঁটে ইমামবাঐ বাবার বাড়ীতে যাওয়ার জন্য রওয়ানা করিয়া খালাতো ভাই  সাক্ষী মোঃ রিপন মিয়ার বাড়ীর দক্ষিণ পাশের পাকা রাস্তায় বেলা অনুমান ০২:০০ ঘটিকার সময় পৌঁছামাত্র পিছন দিক হইতে একটি মোটর সাইকেল এসে তাদের সামনে দাঁড়ায়। লাল রংয়ের মোটর সাইকেলে ৩ জন ছিনতাইকারী  বসা ছিল। মোটর সাইকেলের পিছনে বসা ৩নং আসামী আক্তার মিয়া মোটর সাইকেল থেকে নামিয়া বাদীনির ব্যাগটি ঝাপটা মেরে ছিনতাই করে নিতে চায়। বাদীনি বাঁধা দিলে উক্ত আসামী তার কোমর থেকে একটি চাকু বের করে হত্যার ভয় দেখাইয়া হাতে থাকা টাকার ব্যাগটি ছিনাইয়া নিয়ে যায়। তাদের শোর-চিৎকার শুনিয়া বাদীনির লোকজন আগাইয়া আসিলে ৩নং আসামী আক্তার মিয়া টাকার ব্যাগটি ১নং আসামী মোঃ আরিফ(৩০) ও ২নং আসামী সামসুল ইসলামদ্বয়ের কাছে দিয়ে দেয়। তখন স্থানীয় লোকজন ৩নং আসামীকে আটক করেন। ১ ও ২নং আসামীদ্বয়কে দৌড়াইয়া স্থানীয় লোকজন দেবপাড়া (বাঁশডর) এলাকায় পরশ মিয়ার বাড়ী হইতে আটক করেন। সংবাদ পাইয়া নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামীদের দেহ তল্লাশী করিয়া ১নং ও  ২নং আসামীর নিকট হইতে ছিনতাইয়ের ১৫,০০০/-টাকা উদ্ধার করা হয়। আসামীদের নিয়ে ছিনতাইকৃত টাকা উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হয়। আসামীদের ছিনতাই কাজে ব্যবহৃত একটি লাল রংয়ের নাম্বার বিহীন ১৫০ সিসির পালসার মোটর সাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা ১। মোঃ আরিফ(৩০) পিতা-মোঃ চুনু মিয়া, গ্রাম-মুক্তিরচক, থানা-শাহপরান(রঃ), এসএমপি সিলেট, বর্তমানে গ্রাম-হাজারীবাগ, শাহী ঈদগাহ (সেলিম মিয়ার ভাড়াটিয়া বাসা) থানা-এয়ারপোর্ট, এসএমপি সিলেট
২। সামসুল ইসলাম(৪০) পিতা-মৃত আব্দুল মতিন, গ্রাম-খিদিরপুর (দত্তগ্রাম), থানা-শাহপরান (রঃ) এসএমপি সিলেট
৩। মোঃ আক্তার মিয়া(৪৪) পিতা-মোঃ আশ্বব উদ্দিন, গ্রাম-উচাইল, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ।
 এই সংক্রান্তে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মাসুক আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায়  মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে৷



error: Content is protected !!