নবীগঞ্জে বন্যার্তদের পাশে হবিগঞ্জের  পুলিশ সৃপার এসএম মুরাদ আলী৷ 

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জুন ২৭, ২০২২
এম.মুজিবুর রহমানঃ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি  ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভাসহ উপজলার বিভিন্ন এলাকায় বন্যা দূর্গতদের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলি। ২৭ জুন  সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের  নির্দেশনায় ও নবীগঞ্জ থানা পুলিশের উদ্যােগে তৈরি খাবার বিতরণ করা হয় এবং পৌর এলাকার গয়াহরি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ করগাওঁ ইউনিয়নের বন্যা আশ্রয় কেন্দ্র গুলো পরিদর্শন করেছেন তিনি। এ সময় বন্যার্ত মানুষদের খোজঁখবর নেন। তিনি বর্ন্যাত মানুষদের ধৈর্য্যের সাথে প্রাকৃতিক দূর্যােগ মোকাবেলার আহবান জানিয় বলেন, মাননীয় প্রধানন্ত্রী শেখ হাসিনাসহ বর্তমান সরকার বন্যার্তদের পাশে রয়েছে। পুলিশ সবসময়ই আপনাদের  পাশে আছে। পরে তিনি পুলিশের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র গুলোতে বন্যার্তদের মাঝে দুপুরের রান্না করা খাবার নিজ হাতে পরিবেশন করেছেন। পুলিশ সুপার এসএম মুরাদ আলী গয়াহরি প্রাইমারী স্কুলে বাশেঁর সাকু দিয়ে বন্যা আশ্রয় কেন্দ্রে যান। এবং  প্রথম নবীগঞ্জ পৌরসভার গয়াহরি সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র বন্যার্তদের মধ্যে তৈরি খাবার বিতরণ করেন। পরবর্তিতে দুপুর ২ ঘটিকায় পুলিশ সুপার মুরাদ আলী সহ অফিসারবৃন্দ করগাঁও ইউনিয়নের টুকের বাজার নৌকা ঘাট থেকে নৌকায় করে নবীগঞ্জ উপজলার ৭নং করগাঁও ইউনিয়নের অবহেলিত এলাকা সর্দারপুর লক্ষীপুর ও শেরপুর এলাকার শেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মধ্য তৈরি খাবার বিতরন করেন। খাবার বিতরনের সময় অসহায় বন্যাকবলিত মানুষগুলো খাবারের জন্য হুমড়ি খেয়ে পড়ে। এ সময় অন্যাদর মাঝে সার্কেল এসপি আবুল খায়ের, ওসি ডালিম আহমদ, ডিবি ওসি মাঃ শফিকুল ইসলাম, ওসি (তদন্ত) মো: আমিনুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হাসেন, ওসি (অপারশন) আব্দুল কাইয়ুম, সেকেন্ড অফিসার স্বপন সরকার সাংবাদিক ও পুলিশর কর্মকর্তাবৃন্দ উপস্থিত  ছিলেন।



error: Content is protected !!