নবীগঞ্জে বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্টের অভিযান

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১

স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জের নবীগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত আছে। আজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে
নবীগঞ্জ উপজেলার ৭ নং করগাও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মুক্তাহার গ্রামের এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের বাল্যবিবাহের উদ্যোগ প্রাথমিক পর্যায়ে বন্ধ করে দেয়া হয়। তাৎক্ষণিভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। অতঃপর প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে অভিভাবকদের মুচলেকা নেয়া হয়।অভিযান চলাকালীন সময়ে এএসআই মাছুম আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম নিরাপত্তা প্রদান ও সার্বিক সহযোগিতা করেন।
এই বিষয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানান,
বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।




error: Content is protected !!