নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত৷
স্টাফ রিপোর্টারঃ জাতীয় পার্টি নবীগঞ্জ উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য জাতীয় পার্টি নেতা শহিদ চৌধুরীর সভাপতিত্বে ও জাতীয় পার্টি নেতা হেলাল আহমদের পরিচালনায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ আরজু হোটেলে (১৯ এপ্রিল বুধবার) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুরাদ আহমদ ও যুগ্ম আহবায়ক এম এ কাইয়ুম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বাউসা ইউপি চেয়ারম্যান শেখ সাদিকুর রহমান শিশু,যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা অনর উদ্দিন জাহিদ, নবীগঞ্জ পৌর সভার সাবেক প্যানেল মেয়র এটিএম সালাম, লন্ডন প্রবাসী ফজলু মিয়া, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থপনা সম্পাদক সেলিম তালুকদার, সিনিয়র সাংবাদিক এমএ বাছিত,রাকিল হোসেন, আশাহিদ আলী আশা আলমগীর মিয়া এম মুজিবুর রহমান,আবু তালেব,এটিএম জাকির,তৌহিদ চৌধুরী,অঞ্জন রায়, নবীগঞ্জ পৌর আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম রায়, ঘোলডুবা এমসি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রকিব,
যুবলীগ নেতা জগলু মিয়া ও খালেদ আহমদ জজ,আউশকান্দি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী নুরুল হক ও সাধারণ সম্পাদক রুহেল আহমদ,মীর্জা আশরাফুল বেগ,জাতীয় পার্টি নেতা জিয়াউর রহমান চৌধুরী, রুকুম আলী,মনর মিয়া,মসুদ মিয়া, মশাহিদ আলম চৌধুরী, মাজুল আহমেদ মাসুদ ,ফকির ফজলু মিয়া,নুরুল হক,শুয়েব আহমদ,মিল্টন তালুকদার, মিঠু কুমার দাশ,সেনামুল মিয়া,জাকারিয়া, নবীগঞ্জ বিশ্ব সংবাদ বিতান স্বত্বাধিকারী মুশাহিদ মিয়া, গোলজার মিয়াও মিয়াধন মিয়া প্রমূখ৷ এছাড়াও সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ৷দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা গণফোরামের আহবায়ক হাফেজ সাইফুর রহমান।