নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীর রোগমুক্তি কামনায় খতমে ক্বোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত৷
স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী’র আশু রোগমুক্তি কামনায় সিলেট মহা নগরীতে খতমে ক্বোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ সিলেট মহানগরীর বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক মোঃ আব্দুল হাফিজ চৌধুরী’র নিজ বাস ভবন নগরীর ১৮ নং ওয়ার্ডের বসুন্ধরা ২৫ শান্তিকুঞ্জ, রায়নগর রাজবাড়ীস্থ তাঁর নিজ উদ্যোগে উক্ত মহতি অনুষ্ঠানটি গতকাল রবিবার বাদ এশা দেশ বরেণ্য আলেম উলামাদের অংশ গ্রহনে সম্পন্ন হয়৷ এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন কুতুবে জামান মোজাহিদে মিল্লাদ হযরত মাওলানা প্রয়াত শায়েখ আমিন উদ্দীন শায়েখ কাতিয়া (রহঃ)হুজুর এঁর সুযোগ্য খলিফা ও দরগায়ে হযরত শাহ্ পরাণ (রহঃ) জামে মসজিদের সাবেক খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা শায়েখ আব্দুল মতিন নবীগঞ্জী হুজুর, হযরত মাওলানা ইমদাদ উল্যাহ, ছাহেব জাদায়ে ইমাম বাড়ী,মাওলানা আখতারুজ্জামান তালুকদার, মাওলানা আমীর বিন আহমদ মোমেনশাহী, মাওলানা সৈয়দ ছলিম কাশেমী,মাওলানা শেখ আব্দুল হাই,হাফিজ আব্দুল হাফিজ চৌধুরী, মাওলানা রূহুল আমীন নগরী,মাওলানা শাহিদ হাতেমী, মোঃ তাফিন প্রমুখ৷ অনুষ্ঠানে মোনাজাত পেশ করেন, বিশ্ব নন্দিত মোফাচ্ছিরে ক্বোরআন,
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত শায়েখ ইমামবাড়ী (রহঃ) এঁর সুযোগ্য খলিফা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মাহবুব উল্যাহ ময়মনসিংহ৷
উল্লেখ্যঃ করোনা ভাইরাস আক্রান্ত মানবতার ফেরিওয়ালা নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র
আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী বর্তমানে সিলেট মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন৷ এবিষয়ে দোয়া মাহফিলের আয়োজক আব্দুল হাফিজ চৌধুরী বলেন,
মহামারি করোনার দুর্যোগ কালীন সময়ে যিনি নবীগঞ্জ পৌরসভা সহ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশে থেকে সর্বোচ্চ সহায়তার চেষ্টা করেছেন, করোনা মহামারিতে গত চার মাস ধরে সরকারীভাবে ও তাঁর নিজ উদ্যোগে সর্বাত্মক চেস্টা করেছেন জনতার পাশে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ৷ তিনি নবীগঞ্জ পৌরবাসীর প্রিয় নেতা নবীগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র, তিনি মানব সেবা করতে গিয়ে আজ নিজেই করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
তাঁর দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহ পাকের
দরবারে প্রার্থনা করে দেশবাসী ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত প্রার্থনা করা হয় ৷