নবীগঞ্জ শহরের শেরপুর সড়কে স্কাই লাইট টাওয়ারের সামনের ফুটপাত দখল করে যেথায় সেথায় গাড়ি পার্কিং ও টং দোকান ব্যবসা৷

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২২
প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু  হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা৷
স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জ পৌর শহরের  শেরপুর সড়কের অতি পরিচিত  স্কাই লাইট টাওয়ার ও স্কাই ভিউ বাস ভবনের সামনের অতি ব্যস্ততম ফুটপাত দখল করে যেথায় সেথায় গাড়ী পার্কিং ও টং দোকান বসিয়ে পথচারী ও মার্কেটে  সহ ফুটপাত দিয়ে  যাতায়াতকারী পথচারীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন একশ্রেণির অসাধু প্রভাবশালীরা৷ এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারী ও উক্ত মার্কেটে তথা আবাসিক এলাকায় চলাচলরত সাধারণ মানুষদের৷ দীর্ঘদিন ধরে এভাবে ফুটপাত দখল করে রাখলেও অদৃশ্য ও রহস্যজনক কারনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলে স্থানীয়দের  অভিযোগ৷ পথচারী লেবু মিয়া,  সুমন মিয়া, আমির উদ্দীন আরো অনেকেই বলেন শেরপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের এই ফুটপাত দখলের কারনে আমরা পথচারীদের যাতায়াতে খুবই প্রতিবন্ধকতার শিকার হতে হয়৷ রাস্তার মাঝখানে টং দোকান ও ট্রাক গাড়ি পার্কিং  এটা যেন প্রতিদিনের একটি মারাত্মক সমস্যা৷ এই ফুটপাত যদিও পথচারীদের যাতায়াতের রাস্তা তবে জবরদখল করে রেখেছেন অসাধু প্রভাবশালী মহলের লোকজন৷ এদিকে শহরের
 স্বনামধন্য বানিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান ও স্কাই লাইট টাওয়ার ও স্কাই ভিউ বাসভবনের  সত্ত্বাধিকারী যুক্তরাজ্যে প্রবাসী মোঃ মোহন মিয়া বলেন, আমরা প্রবাসীরা স্বদেশের মাটিতে নাড়ীর টানে আলীশান জীবন ত্যাগ করে কোটি কোটি টাকা বিনিয়োগ করে আলীশান মার্কেট অট্টালিকা ও ব্যবসা প্রতিষ্ঠান বা স্থাপনা করেছি৷ আরো কোটি কোটি টাকা বিনিয়োগ করার ইচ্ছে ছিল কিন্তু
দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাসা বাড়ী ও মার্কেটের সামনের ফুটপাত একশ্রেণির অসাধু প্রভাবশালী মহল কর্তৃক জবর দখলের ফলে দেশে আর কোনো বিনিয়োগ করার ইচ্ছে নেই৷ যদিও এনিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি,তবুও কাজের কাজ আজঅবদি হচ্ছে না৷ শহরের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা ও ফুটপাত অবমুক্ত হলেও রহস্যজনক কারণে বছরের পর বছর ধরে এই ফুটপাত এখনো দখল মুক্ত হচ্ছে না৷ আমরা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি৷



error: Content is protected !!