নবীগঞ্জ সাংবাদিক ও ইউপি সদস্য শাহ সুলতানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসীর বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা৷ 

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২
স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়  সিনিয়র সাংবাদিক ও স্থানীয় ইউপি সদস্য শাহ্ সুলতান আহমদ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর গ্রামবাসীর উদ্যোগে  রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ২টায় ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে বিশাল মানববন্ধন, প্রতিবাদ সভা ও  বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী৷ ঢাকা সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরের গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ করে হীরাগঞ্জ বাজারে গিয়ে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘটে৷ বিশিষ্ট ব্যবসায়ী দুদু মিয়া চৌধুরীর সভাপতিত্বে, তরুণ ব্যবসায়ী নোমান মিয়া ও জিলু মিয়ার পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বি ইয়াওর মিয়া, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সাংবাদিক ও গীতিকার এম মুজিবুর রহমান, জাতীয় অনলাইন অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, হারুন মিয়া, ইব্রাহিম মিয়া, শওকত মিয়া, হাবিবুর রহমান সহ আরো অনেকেই। এতে উপস্থিত ছিলেন,বিশিষ্ট মুরব্বি  রমজান উল্লাহ, মরম আলী, রহমত আলী, সাংবাদিক মিলাদ হোসেন সুমন, সাংবাদিক আলী হোসেন,
 নানু মিয়া, মওলদ মিয়া, ফারুক মিয়া, আফতাব আলী, জলাল মিয়া, রাজু আহমদ, আলী হোসেন, আগন শাহ, আব্দুস শহিদ, আব্দুল হক, জায়ফর, সাদিক মিয়া, মস্তফা মিয়া, সুহেল মিয়া, আলাল মিয়া, সন্দু মিয়া, ফরুক মিয়া, সিরাজ মিয়া, মাহমদ মিয়া, তাহিদ, শহিদ, সফিকুন্নুর, শাহিনুর, আলীনুর, লাল মিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। উক্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক ও ইউপি সদস্য শাহ সুলতান আহমদের উপর সন্ত্রাসী হামলার ৫দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদি অনতিবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনী প্রকৃত আসামীদের গ্রেফতার না করতে পারে  তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুশিয়ারী প্রদান করেন এলাকাবাসী৷



error: Content is protected !!