নান্দাইলে গরু বাহী ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০

এম.জহিরুল ইসলাম,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার নান্দাইলে গরু বহনকারী ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (২২শে আগস্ট) সকাল ছয়টার দিকে মোয়াজ্জেমপুর ইউনিয়নের তসরা নামক স্থানে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।

নান্দাইল ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, ঢাকা মেট্রো ট- ১৫-৭৩৩০ নামক একটি গাড়ি হাইওয়ে রোডের পাশে দাঁড়িয়েছিল। কিশোরগঞ্জের পাকুন্দিয়াগামী গরু বোঝাই ঢাকা মেট্রো ঢ- ১৪- ৪৩৫৭ গাড়ি টি পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ই একজন নিহত হন।এবং অপরজন কে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

আহত এক জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ই কর্তব্যরত ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে গিয়ে আহত এবং নিহতদের কে উদ্ধার করেন।

নিহতদের পরিচয় জানা গেছে যে,
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাচ্চু মিয়ার পুত্র মোস্তাকিম (১৯)এবং এক ই গ্রামের আঃ খালের পুত্র সাইদুল ইসলাম।

হাইওয়ে থানার ওসি মনজুরুল হক জানান,
ট্রাকে ২৫ টির মতো গরু ছিলো এর মধ্যে ৪ টি মারা গেছে, তিনটি স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জবাই করেছে। গাড়ি আটক হলেও ঘাতক চালক এখনো পালাতক রয়েছে।




error: Content is protected !!