নাসায় চাকুরীর সুযোগ পেলো নীলফামারীর এরশাদ কবির।

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২

এ জি মুন্না /নীলফামারীঃ

ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন(নাসা)-এ প্রকৌশলী হিসেবে যোগ দিচ্ছে নীলফামারীর ছেলে এরশাদ কবির চয়ন।
সে জেলা শহরের কলেজ পাড়া এলাকার বাসিন্দা আমেরিকা প্রবাসী মো. খতিব উদ্দিন সরকারের ছেলে।
আগামী সাত মার্চ তথ্য প্রকৌশলী(ডাটা ইঞ্জিনিয়ার) হিসেবে যোগ দেবে এরশাদ।
পারিবারিক সুত্র জানায়, ডাইভারসিটি ভিসা(ডিভি) -এ সুযোগ পেয়ে ১৯৯৫সালে আমেরিকার পেনসিলভেনিয়ায় যান খতিব উদ্দিন সরকার। পরে ২০০১সালে সাত বছরের ছেলে এরশাসহসহ স্ত্রী অফিজা খাতুনকে নিয়ে আসেন আমেরিকায়। পেনসিলভেনিয়ার বেনসালেম শহরে বাস করেন তারা। আমেরিকায় পড়াশোনা শেষ করে নাসায় চাকুরীর সুযোগ পায় এরশাদ।
এরশাদের বাবা খতিব উদ্দিন সরকার জানান, বোস্টন ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে তথ্য বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে এরশাদ কবির। সে আগামী সাত মার্চ নাসায় যোগ দেবে। সে আরলিংটন ভার্জিনিয়ায় দায়িত্ব পালন করবে।
প্রসঙ্গত নাসা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন সংস্থা যা বিমান চালনা বিদ্যা ও মহাকাশ সম্পর্কিত গবেষণা করে থাকে।




error: Content is protected !!