নীলফামারীতে অগ্নিকান্ডে ৪০টি ঘর পুড়ে গেছে

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২২
মোঃ সাগর আলী, নীলফামারী প্রতিনিধি : নীলফামারী সদর উপজলার চড়াইখোলা ইউনিয়নের চৌধুরীপাড়ায় অগিকান্ডে ২১টি পরিবারের ৪০টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
স্থানীয়রা জানায় শুক্রবার মধ্য  রাতে ওই গ্রামের আব্দুল মতিনের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় মুহুর্তের মধ্য চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ২১টি পরিবারের ৪০টি ঘর ও ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। এছাড়া অগ্নিদগ্ধ হয়ে ২টি গরু ও ২টি ছাগল মারা যায়।
চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা জানায় অগ্নিকান্ডে ২১টি পরিবারের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এম পির নির্দেশে সদর  উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ আজকে  চড়াইখোলা ইউনিয়নে পূর্ব চড়াইখোলার চৌধুরীপাড়ায় ২১ টি পরিবারের মাঝে নগদ অর্থ, শাড়ী লুঙ্গি ও কম্বল বিতরণ করেছে।



error: Content is protected !!