নীলফামারীতে আইডিইবি’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০

এ জি মুন্না, নীলফামারীঃ
“নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবি’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ(আইডিইবি) জেলা শাখার আয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রাঙ্গনে র‌্যালী শেষে এক সভা অনুষ্ঠিত হয়। প্রকৌশলী মোঃ আব্দুল মান্না বসুনিয়ার সভাপতিত্বে ও নীলফামারী রামগঞ্জ টেকনিক্যাল(ভোকঃ) স্কুলের সুপারিনটেনডেন্ট প্রকৌশলী মোঃ হায়দার আলী খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রকৌশলী এস.এম শফিকুল আলম(ডাবলু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোকাররম হোসেন, নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দীক শফিকুল ইসলাম, নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মোঃ আবু তাহের প্রমুখ।




error: Content is protected !!