নীলফামারীতে করোনার উপসর্গে আরো ১ জনের মৃতু।

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধি, নীলফামারী সদরের সোনারায় বাবুরহাটের আলমগীর হোসেন (৫৫) নামের এক ব্যক্তির করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। তার পৈত্রিক নিবাস কুড়িগ্রামের বালারহাট, ফুলবাড়ীতে। তিনি সপরিবারে ১০ বছর ধরে নীলফারীতে বসবাস করছিলেন। কয়েকদিন ধরে প্রচন্ড জ্বর ও কাশি নিয়ে আজ বেলা ১২ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তির ছেলের তথ্যমতে তার বাবার প্রচুর শ্বাসকষ্ট হওয়ায় তিনি সকাল থেকেই নীলফামারী সদর হাসপাতাল সংশ্লিষ্টদের সাথে অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করছিলেন। কিন্তু কোন সাড়া না পাওয়ায় মঙ্গলবার (৯জুন) বেলা ১১ টার দিকে স্থানীয় এক বন্ধুর অটো যোগে হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালে এলে দায়িত্বরত চিকিৎসগণ আলমগীর হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে জেলা সিভিল সার্জনও এ তথ্য নিশ্চিত করেন।

এ ব্যাপারে সিভিল সার্জন, নীলফামারী এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অামাদের অ্যাম্বুলেন্স সংখ্যা সীমিত থাকায় আমরা সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি নি। মৃত ব্যক্তির নমুনা একদিন আগেই সংগ্রহ করা হয়েছে, রিপোর্ট এলেই বলা যাবে তিনি করোনা অাক্রান্ত ছিলেন কি না।




error: Content is protected !!