এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধিঃনীলফামারীতে আরো নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬ জন। এ নিয়ে জেলায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ২৪৩ জন।
রবিবার (১৪ জুন) রাতে সিভিল সার্জন ড. রঞ্জিত কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতলের আরটি- পিসিআর ল্যাবে নীলফামারী জেলার ৮, ৯ ও ১০ জুনের নমুনা পরিক্ষা করা হলে নতুন করে ৬ জন করোনা পজেটিভ পাওয়া যায় । এ ছাড়া ফলো আপ নমুনায় সদরে ২ বছরের শিশু পুনরায় করোনা পজেটিভ হয়েছে।
আক্রান্তরা হলেন, নীলফামারী সদরে ৩ জনের মধ্যে, নিউ বাবুপাড়া ১ জন, কাছারী বাজার ১ জন ও সংগলশী মাঝা পাড়া ১ জন। সৈয়দপুর উপজেলা ৩ জনের মধ্যে, বেসিক ব্যাংক ১ জন, জিআরপি ক্লাব ১ জন, কাশিরাম বেলপুকুর ১ জন।
জেলায় সুস্থ্য হয়ে নিজ বাড়িতে ফিরে যায় ১০৮ জন। আইসোলেশনে চিকিৎসারত রয়েছে ১২৯ জন। মৃত্যু বরণ করেছে ৬ জন।