নীলফামারীতে জেলা পরিষদ নির্বাচনে  আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জয়লাভ

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২২
মো. সাগর আলী , নীলফামারীঃ নীলফামারীতে
জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শেষে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাড. মমতাজুল হক আনারস প্রতিক-৫৩৪ ভোট পেয়ে জয়লাভ করছে। নিকটত প্রতিদ্বন্দী
স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন মোটর সাইকেল প্রতিককে ৩১৮ ভোট পেয়ে  পরাজিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল থেকে জেলার ৬টি ভোট  কেন্দ্রে আইন শৃংঙ্খলা বাহীনির কঠোর নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ন ভাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ফলাফলে আনারস প্রতিক ৫৩৪ ভোট ও তার নিকটত প্রতিদ্বন্দী প্রার্থী মটর সাইকেল ৩১৮ পান। এ নির্বাচনে জনপ্রতিনিধি ভোটার সংখ্যা ৮৫৮জন। ভোটে চেয়ারম্যান পদ ছাড়াও ৬টি সাধারন সদস্য ও ২জন নারী সদস্য নির্বাচিত হয়েছেন। সাধারণ সদস্যরা হলেন, ডিমলা উপজেলার ফেরদৌস পারভেজ, জলঢাকায়, মোশারফ হোসেন, সৈয়দপুরে মিজানুর রহমান লিটন, কিশোরগঞ্জে ফাতেমা বেগম, ডোমার- মঞ্জুর আহম্মেদ ডন ও নীলফামারী সদরের সাইদুর রহমান এ্যাপোলে এবং নারী সদস্য পদে সদর-কিশোরগঞ্জ-সৈয়দপুরে- ইসরাত জাহান পল্লবী ও ডোমার-ডিমলা-জলঢাকায় – মেহেরুন আক্তার পলিন  বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা খন্দাকার ইয়াসির আরেফিন বলেন, সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে শান্তিপুর্ন ভাবে জনপ্রতিনিধিগন তাদের ভোট প্রদান করেছেন।



error: Content is protected !!