নীলফামারীতে “ডিমলা উপজেলা প্রাইভেট টিচার্স অ্যাসোসিয়েশন” এর বিশেষ আলোচনা সভা

মোঃ মেজবাউল হোসেন- নীলফামারী(ডিমলা)প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় করোনা কালীন সময়ে প্রাইভেট শিক্ষকদের বর্তমান অবস্থা নিয়ে “ডিমলা উপজেলা প্রাইভেট টিচার্স অ্যাসোসিয়েশন” এর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৩ আগষ্ট) সন্ধ্যায় ডিমলা প্রেস ক্লাব মিলনায়তনে “ডিমলা উপজেলা প্রাইভেট টিচার্স অ্যাসোসিয়েশন” এর সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেনের সঞ্চালনায় ও সভাপতি জনাব মোঃ জুয়েল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাজহারুল ইসলাম লিটন, সভাপতি, ডিমলা প্রেস ক্লাব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, ডিমলা প্রেস ক্লাব।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রাইভেট টিচার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অচিন্ত্য কুমার রায়, প্রচার সম্পাদক আশিকুর রহমান সহ সকল সদস্যগণ।
এসময় সংগঠনের পক্ষ থেকে অতিথি গণকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সংগঠনটির সাংগঠনিক আলোচনাসহ করোনা মোকাবিলা করে পরবর্তী শিক্ষা কার্যক্রম কি হবে এ নিয়ে আলোচনা করা হয়।