এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধিঃনীলফামারী র্যাব-১৩ ও কিশোরীগঞ্জ থানার পৃথক অভিযানে ৮৭ পিস ইয়াবা ও ১৯ পিস নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেন্ডা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নীলফামারী-সৈয়দপুর সড়কের সুটিপাড়া দারোয়ানী নামক স্থান থেকে ২৭পিস ইয়াবাসহ তাজমিন খাতুন(৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা।
সে সদর উপজেলার পুর্ব কুন্দপুকুর ইউনিয়নের পুব সুটিপাড়া এলাকার মানিক মিয়ার স্ত্রী। র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার আ. ন. ম. ইমরান খান জানান, এ ব্যাপারে তার বিরুদ্ধে নীলফামারী থানায় একটি মামলা করে রাতেই তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে কিশোরীগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাতে একটি দোকানে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ও ১৯ পিস নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেন্ডা সহ সুমন রহমান(২৭) নামে একজনকে গ্রেফতার করে কিশোরীগঞ্জ থানা পুলিশ।
সুমন উপজেলার নিতাই ইউনিয়নের মৌলভীর হাট বাজার এলাকার সাইফুল রহমানের ছেলে। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে দুইজনকে জেলাক কারাগারে প্রেরণ করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মমিনুল ইসলাম ও কিশোরীগঞ্জ থানার ওসি হারুন-অর রশিদ।